শারীরিক সুস্থতায় খেলাধুলার কোন বিকল্প নেই -সিটি মেয়র

 সাগর কুমার বাড়ৈ খুলনাঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। শারীরিক সুস্থতায় খেলাধুলার কোন বিকল্প নেই। মুঠো ফোনের আশক্তি থেকে মুক্তি পেতে শারীরচর্চার প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান সরকার খেলাধুলার প্রতি যথেষ্টে আন্তরিক। অনুশীলনের জন্য সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। মেয়র  মঙ্গলবার   বিকালে খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মেয়র

আরও বলেন, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি খেলাধুলার প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি। এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য মেয়র সার্বিক সহযোগিতা করার আশ^াস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা

ও খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সারোয়ার আজিজ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আলী আকবর টিপু। স্বাগত বক্তৃতা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  বাদশা খান। অনুষ্ঠানে কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা বেগম, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top