লোহাগড়ায় জামাল (ঘটক) কে ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার জগিয়া গ্ৰামের ছামছুর শেখের ছেলে বর্তমান লোহাগড়া পৌর এলাকার কুন্দ্রসি গ্ৰামে বসবাস রত জামাল ঘটক। তিনি বেশ কিছু দিন ধরে ঘটকালি নামে উঠতি বয়সী মেয়েদের ছবি নিয়ে ব্ল্যাকমেইল করে ইভটিজিং সহ নানাবিদ খারাপ আচরণ করে আসছে বলে অভিযোগ উঠেছে। গতকয় একদিন পূর্বে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের এক ছাত্রীকে ডেকে বলে এই মেয়ে তোমার বাড়ি কোথায়? তার পর মেয়েটি তার ঠিকানা ও পরিবার সম্পর্কে বিস্তারিত বলেন।

জামাল ঘটক ওই মেয়ের কাছ থেকে মোবাইল ফোন নাম্বার সুকৌলে নিয়ে নেয় এবং পরবর্তীতে মেয়েটি কে ফোন করে তার বাড়ির গার্জিয়ানের ফোন নাম্বার চেয়ে নেয়, জামাল ঘটক মেয়েটির গার্জিয়ানের সাথে মেয়েটির বিবাহ সম্পর্কে আলাপ আলোচনা করে মেয়েটির একটি ছবি চেয়ে নেয়। পরে জামাল ঘটক মেয়েটির ছবি ও মোবাইল ফোন নাম্বার একটি ছেলেকে দিয়ে দেয়, এবং বলে দেয় একটি ছেলে তোমার মোবাইল ফোনে কল করবে ওর কথা না শুনলে তোমার ছবি নেটে ছেড়ে

দিবে। তারপর ওই ছেলেটি ওই মেয়েকে ফোন করে আপত্তিকর প্রস্তাব দেয় এবং তার খোলা মেলা ছবি দিতে বলে। মেয়েটি কোন উপায়ন্ত না পেয়ে পুলিশের সহযোগিতা নিয়ে জামাল ঘটক কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক ৩০ দিনের জেল ৫০০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১০ দিনের জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (লোহাগড়া সহকারী কমিশনার ভুমি) প্রদীপ্ত রায় দীপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top