সরদার বাদশা নিজস্ব প্রতিনিধিঃ সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারীজ প্রোজেক্ট এর আওতাধীন এবং উপজেলা মৎস্য অধিদপ্তর (ডুমুরিয়া) এর সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধানে বৈঠাহারার প্রান্তিক চিংড়ি চাষীদের নিয়ে গঠিত বৈঠাহারা চিংড়ি চাষি ক্লাস্টারের চলমান কার্যক্রম পরিদর্শন করেন খুলনা মৎস্য অধিদপ্তর এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ। ১ফেব্রুয়ারি বুধবার বেলা ১টায়
ক্লাস্টারের চলমান অবকাঠামোগত উন্নয়ন সরেজমিনে পরিদর্শন করেন উপ পরিচালক তোফাজউদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, এস সি এম এফ পি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আবুবকর সিদ্দিক, এছাড়া অন্যান্য উপজেলার মৎস্য কর্মকর্তা গণ। ক্লাস্টার পরিদর্শন শেষে বৈঠাহারা চিংড়ি চাষি ক্লাস্টার কর্তৃক আয়োজিত আলোচনা সভায়
চাষীদের উদ্দেশ্যে ক্লাস্টারের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলাদেশের সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাষীদের জীবন যাত্রার মান উন্নয়ন বৃদ্ধি মূলক বক্তব্য রাখেন কর্মকর্তাবৃন্দ।সভায় আরও উপস্থিত ছিলেন বাবু মাইকেল রায়, পল্লী শ্রী মহাবিদ্যালয় এর সভাপতি বাবু নির্মল কুমার বিশ্বাস, একেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাবু বিষ্ণুপদ মন্ডল, বাবু চিত্তরঞ্জন সানা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।