গোপালগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ হত্যার মামলার আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

রিপোর্টার মিজানুর রহমান খুলনাঃ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকার ভিকটিম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ (৭৬) এর সাথে আসামীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৬ নভেম্বর ২০২২ তারিখ রোজ শনিবার আনুমানিক ১৯.৫০ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন গেড়াখোলা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে আসামীরা ধারালো রামদা দিয়ে ভিকটিমের বাম পায়ের গোড়ালীসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ীভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত

জখম করে। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় ভিকটিমকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করায়। ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ ভোর ০৬.৩০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ভিকটিমের ছেলে মোঃ আলিয়ার রহমান (২৫) বাদী হয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে

প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক ১৮.১৫ ঘটিকার সময় র‌্যাব-৬ সদর কোম্পানি, খুলনা এর একটি আভিযানিক দল র‌্যাব-১০ ঢাকার একটি আভিযানিক দলের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী ১। ইকরাম শেখ(৩৮), গ্রাম-গেড়াখোলা, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top