রিপোর্টার মিজানুর রহমান ::: খুলনা ইনডেক্সধারী (আগে থেকে এমপিও পদে কর্মরত) শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির দাবি জানিয়ে সন্তানকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এক শিক্ষিকা। শনিবার (২৮ জানুয়ারি) সন্তানকে নিয়ে অবস্থান কর্মসূচি পালনকারী ওই শিক্ষিকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা গেছে, অবস্থান কর্মসূচি পালন করা ওই শিক্ষিকা একটি কলেজের প্রভাষক। গাজীপুরের কালিগঞ্জ উপজেলা থেকে তিনি প্রেস ক্লাবে এসেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে ওই শিক্ষিকা জানান, প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সাথে দেখা করার জন্য আমি গণভবনে গিয়েছিলাম। তবে আজ কার্যালয় বন্ধ। তাই আমি প্রেস ক্লাবে এসেছি। প্রধানমন্ত্রী অনেক দয়ালু। তিনি কাউকে বঞ্চিত করেন না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন; ইনডেক্সধারী শিক্ষকদের জন্য আলাদা গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করুন। তিনি জানান, আমরা অনেক সমস্যার মধ্যে রয়েছি। নিজ বাড়ি থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে চাকরি করতে হচ্ছে। এর ফলে আমরা আমাদের পরিবারের কারো সাথে দেখা করতে পারি না। এতে আমরা অনেক কষ্টে আছি। ভিডিওতে ওই শিক্ষিকা আরও জানান, দূরের প্রতিষ্ঠানে চাকরি করার কারণে অনেক
শিক্ষকের পারিবারিক বিচ্ছেদ হচ্ছে। আবার অনেক নারী শিক্ষিকার বিবাহবিচ্ছেদ হচ্ছে। এর মূল কারণ আমাদের বদলির কোনো ব্যবস্থা নেই। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ না দেওয়ায় আমাদের বাড়ির কাছে যাওয়ার সুযোগ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির বিষয়টি এমপিও নীতিমালায় উল্লেখ থাকলেও বদলির কোনো ব্যবস্থা নেই। পূর্বে ইনডেক্সধারী শিক্ষকরা শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নিজ বাড়ির কাছে যেতে পারতেন। তবে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই সুযোগ রহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।