সাগর কুমার বাড়ই খুলনা : ::::: কেএমপির খুলনা লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ টি স্বর্ণের বার সহ ২ চোরা কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। জানাগেছে গ্রেফতারকৃত ১ আসামী ইমন বড়ুয়া (২২) চট্টগ্রাম জেলার রাউজান থানার পশ্চিম রাউজানের মোহাম্মদপুর গ্রামের বিটু বড়ুয়ার ছেলে এবং ২ সহযোগী আসামী আবুল হোসেন (৩৮) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাতিসা ইউনিয়নের ডলবা মোল্লাবাড়ীর আবুল কাশেম মোল্লার ছেলে। লবণচুরা থানা পুলিশ সূত্রে জানা যায়, অন্য দিনের মতো বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে থানার এলাকা জুড়ে অভিযান অব্যাহত
রাখছিল। সে সময় স্বর্ণ চোরাচালান হচ্ছে এই মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ২৮শে জানুয়ারি ২০২৩ এর রাত ১২/৩০ মিনিটের সময় লবনচুরা থানা পুলিশের একটি অভিযানিক দল স্বর্ণের চোরাচালান কারবারিদের উপস্থিতি টের পেয়ে কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহাদ্বয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক এর নেতৃত্বে এসআই মামুন
উর রশীদ, এসআই মিহির কান্তি মন্ডল, এসআই খান তানভীর হোসেন,এসআই খান ইমরান হোসেনের সহযোগিতায় লবণচরা থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ খানজাহান আলী সেতু হইতে জিরোপয়েন্ট গামী মহাসড়কে আরাফাত ড্রাগ হাউজের সামনে পাকা রাস্তার উপর থেকে ১আসামির ডান পায়ের জুতার নিচ থেকে ৮ টি এবং বাম পায়ের জুতার নিচ থেকে ৭ টি সর্বমোট ১৫টি স্বর্ণের বার সহ হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত ১৫ টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৭৫০ গ্রাম যার সর্বমোট মূল্য ১,৪০০০০০০/ (এক কোটি চল্লিশ লক্ষ) টাকা। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।