বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 খুলনা জেলা প্রতিনিধি : সাংবাদিকতায় নিরাপত্তা ও নিরাপত্তায় সাংবাদিকতা, মুক্তিযুদ্ধের চেতনায় ও অধিকার আদায়ে সর্বস্তরেরর সাংবাদিক জাগো স্লোগানে শনিবার ২৮শে জানুয়ারি ২০২৩ এর সকাল ১২টায় খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্ভোধক ও প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের খুলনা বিভাগীয় সভাপতি মোঃ

কামরুজ্জামান জুয়েল রানা। অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত, পরে গীতা পাঠ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পুরো অনুষ্ঠানকে দুটো অধিবেশনের প্রথম অধিবেশন শেষ করে দ্বিতীয় অধিবেশনে সম্মানিত বিশেষ অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করে নির্বাচিত সদস্যদের দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর পর বিশেষ অতিথিদের মধ্যে অনেকেই তাদের বক্তব্য পেশ করেন । অনুষ্ঠানে কমিটি ঘোষণার পর মিষ্টিমুখ করানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শেখ যুবরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার আওয়ামী লীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মানষ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল গোস্বামী, বাজুয়া বদ্ধভূমির মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধের সভাপতি অধ্যাপক অসীত সরকার, বাংলাদেশ প্রেসক্লাবের খুলনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ শফিউল আজম, দাকোপ উপজেলার পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মি: রবার্ট হালদার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার দাকোপ প্রতিনিধি তুষার দাস, সাংবাদিক ইমরান

মোল্লা, সাংবাদিক  মেহেদী হাসান, সাংবাদিক  মনির হোসেন, সোনালী টিভির বিভাগীয় প্রধান স্বপন কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের রূপসা উপজেলার শাখার সুযোগ্য সভাপতি আবু সোহেল মোহাম্মদ জুনায়েদ, দৈনিক কালান্তর পত্রিকার সহকারী সম্পাদক মোঃ নাজমুল হুদা, দাকোপ উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি মন্ডল, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার দেশ প্রতিবেদক মোঃ রিয়াজ উদ্দীন, দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি  আজিজুল ইসলাম, দাকোপ উপজেলার শাখার সম্মেলন প্রস্তত কমিটির সচিব মোঃ

হাসিব গাজী সহ অন্যান্য সদস্যবৃন্দ। আগত নির্বাচন কমিটির সিদ্ধান্তে নির্বাচিত সভাপতি মিজানুর রহমান ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান ফরাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শাওন দাস,সহ সাংগঠনিক সম্পাদক অচিন্ত্য দাশ, সিঃ সভাপতি তপন সরকার, সহ সভাপতি মোঃ হাসিব গাজী, সহ সভাপতি আমিনুল হোসেন রনি, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাধন আশ্চয্য, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক জীবন সরকার, প্রচার সম্পাদক প্রাদীপ জোয়াদ্দার,ক্যাশিয়ার মোঃ জুলফিকার আলী,সহ ক্যাশিয়ার সুপ্রভাত দেব, সদস্য শরিফুল ইসলাম ও আগন্তীন বাছাড় সহ সর্বমোট ১৮ জনের কমিটির খসড়া অনুমোদন দিয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন বিভাগীয় কমিটির সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা। সভাপতি মিজানুর রহমান সাঃ সম্পাদক মিজানুর রহমান ফরাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top