নাটোরে স্ত্রীর হাতে স্বামীকে হত্যার অভিযোগ

রিপোর্টারঃ মনজুরুল ইসলাম ::::    নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৭ টার দিকে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সাধুর আশ্রম সংলগ্ন হাজী মজনুর পুকুর থেকে বোমা কালাম (৫০ ) নামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই একই উপজেলার

উধনপাড়া গ্রামের ইনছার আলী মন্ডলের ছেলে। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক কলহের জেরে ৫ নং বিলমাড়িয়া ইউপি সংরক্ষিত মহিলা সদস্য স্ত্রী আরজিনা খাতুনের সাথে বনিবনা না হওয়ায় স্ত্রীকে মারধর করলে শুক্রবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে স্ত্রীসহ চার জন মিলে স্বামীকে কুপিয়ে জখম করে পুকুরে ফেলে দেয়। একপর্যায়ে গ্রামবাসীরা থানায় খবর

দিলে লালপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় আলামিন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মোনোয়ারুজ্জান জানান, বোমা কালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আলামিন নামে এক কিশোরকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তে করে আইনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top