খানজাহান আলী থানা প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেছেন‘‘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কুয়েট এই অটোমেশনের মাধ্যমে একধাপ এগিয়ে গেলো। এই সিস্টেমের মাধ্যমে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী সকলে সুফল পাবে। তথ্য প্রযুক্তির যুগে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী সংস্থা সঠিক ও নিভূল বিস্তারিত তথ্য জানতে পারবেন। ইউটিলিটি অটোমেশন সিস্টেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারী উপকৃত হবেন।’’ তিনি শনিবার সকাল
৯টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী ‘টঃরষষরঃু ঝুংঃবস অঁঃড়সধঃরড়হ ঝড়ভঃধিৎব’(ইউটিলিটি সিস্টেম অটোমেশন সফটওয়্যার) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং ট্রেইনিং পরিচালনা করেন ইউটিলিটি সিস্টেম অটোমেশন কমিটির সভাপতি প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান, কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. আরাফাত হোসেন। কর্মশালায় প্রশিক্ষক
হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ইউটিলিটি সিস্টেম অটোমেশন কমিটির সদস্য প্রকৌশলী মেহেদী ইসলাম ও প্রকৌশলী সিদ্দিকুর রহমান তানভীর। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য গত ২৮ ফেব্রয়ারি, ২০২১ চার সদস্যের সমন্বয়ে অটোমেশন কমিটি গঠন করা হয়। যার সংশোধনকৃত সিস্টেমটির উপস্থাপন্ এবং উদ্বোধন করা হয় গত ২৩ জানুয়ারী ২০২৩ এবং গতকাল শনিবার ২৮ জানুয়ারী অংশীদারদের (সেবা প্রদানকারী) প্রথম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।