তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৪

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা থানার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যাবসায়ী মহিলা সহ চার জনকে আটক করেছে।
২৭শে জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৮ ঘটিকায় মাদক বিক্রয়ের সময় তাদের মাদক ও নগদ অর্থ সহ চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,রাজশাহী বাগমারা থানা মাদক সম্রাট এমরান আলী, হাসান মন্ডল ও মাদক সমাজ্ঞী কোহিনুর ও চম্পা । এসময় তাদের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ৮,৮০৫/-(আট হাজার আটশত পাঁচ) টাকা সহ আটক করেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র চৌকস আইসি জিলালুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।

এবিষয়ে জানতে চাইলে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র আইসি জিলালুর রহমান বলেন,তাহেরপুর তদন্ত কেন্দ্র এলাকা মাদকের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযানে তাহেরপুর হতে কুখ্যাত মাদক ব্যাবসায়ী ৪ জন কে মাদক ও নগদ অর্থ সহ আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top