সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি:::: ডুমুরিয়ায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে উপজেলার গুটুদিয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওই স্কুলছাত্র দীপাঙ্কর মন্ডলের ছেলে দীপ মন্ডল। ডুমুরিয়া থানায় অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীপ মন্ডল স্থানীয় স্কুলের দশম শ্রেণির
ছাত্র। ঘটনার দিন দীপ তার মায়ের কাছে টাকা চায়। এ সময়ে মা টাকা দিতে না পারায় মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে রশি পেচিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দীপ মন্ডলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।