ভালুকা ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় এক পুলিশ কর্মকর্তার বাড়ীতে দুই সন্তানের জননীর বিয়ের দাবিতে অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়ন নয়নপুর গ্রামের পুলিশ কর্মকর্তা মো: সাইফুল ইসলামের বাড়িতে। সে বর্তমানে হবিগঞ্জের বাহুবল মডেল থানায় কর্মরত আছেন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
স্থানীয় সূত্রে জানাযায়, নয়নপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন ফকিরের ছেলে পুলিশ কর্মকর্তা মো: সাইফুল ইসলামের সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে একই এলাকার আবুল কাশেমের দুই সন্তানের জননী খালেদা আক্তারের।
খালেদা আক্তার জানান, পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বিয়ের প্রলোভনে বিগত এক বছর যাবত একাধিক বার তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। সাইফুল বিয়ের আশ্বাস দিয়ে ওই জননীর স্বামীকে তালাক দিতে বললে সে প্রথম স্বামীকে তালাক দিয়ে দেয়। পরে বিয়ে না করে সময়ক্ষেপণ করে সকল যোগাযোগ বন্ধ করার চেষ্টা করলে খালেদা আক্তার মঙ্গলবার দুপুরে পুলিশ কর্মকর্তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
এলাকায় চাঞ্চল্যকর ওই ঘটনায় ভালুকা মডেল থানার এসআই মানিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯’এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায় ঘটনার সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।