রাসেল সরকার::::: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩১৫বি১,এর লায়ন্স ক্লাব ঢাকা নিউ সান এর প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন জয়া জাহান চৌধুরীর উদ্যোগে ঢাকা মিরপুর ২, সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান বিজয়ের পথযাত্রা পাঠশালায় গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সাবেক গভর্নর লায়ন সাহেনা রহমান, বর্তমান দায়িত্বরত গভর্নর
লায়ন শরীফ আলী খান ও মিসেস রেখা শরীফ, ভাইস গভর্নর লায়ন লুৎফর রহমান। আরও উপস্থিতি ছিলেন, পাঠশালার উপদেষ্টা লায়ন আসিকুজজামান চৌধুরী ইমন, ডাইরেক্টর সাকিব, সভাপতি বিজয়,ও প্রেসিডেন্সি ক্লাবের ডাইরেক্টর লায়ন সাহানা মুজিব ও অর্থ সম্পাদক লায়ন হেলাল উদ্দিন হিলু।