ছাতক সংবাদদাতা ::::: ছাতকে সাবেক পৌর কাউন্সিলরের উপর হামলার ঘটনায় দায়েরি মামলায় এজাহারভুক্ত ১০ আসামি জামিন লাভ করেছেন। বুধবার (২৫ জানুয়ারি) উচ্চ আদালত থেকে আসামিরা ছয় সপ্তাহের জামিন লাভ করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ছাতক থানায় দায়েরি মামলার (নং ১০)
এজাহারভুক্ত ১০ জন আসামির জামিন মঞ্জুর করেন। ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ধন মিয়ার উপর হামলার ঘটনায় ২৩ জানুয়ারি ১০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-১০) করেন ধন মিয়ার বোন শায়লা বেগম। এতে আসামি করা হয় শহরের বাগবাড়ি এলাকার সাদমান মাহমুদ সানি, আদমান মাহমুদ রনি ও ইকবাল মাহমুদ জনি,গিয়াস উদ্দিন, রহিম আলী, নোয়ারাই এলাকার
তারেক আহমদ , মন্ডলীভোগ এলাকার হৃদয় তালুকদার,নয়ন দাস অপু, ফকির টিলা এলাকার রাসেল আহমদ ও ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি গ্রামের কাওসার আহমেদকে। এ মামলার এজাহারভুক্ত ১০ আসামিই সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ থেকে ছয় সপ্তাহের জামিন লাভ করেন। মামলায় আসামি পক্ষের নিযুক্ত আইনজীবী ছিলেন এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান।