বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার সাথে,আরএমপি পুলিশ কমিশনার

 মুক্তার মাহমুদ রাজশাহীঃ পুলিশ জনতা জনতায় পুলিশ” স্লোগান পরিবর্তে নতুন যোগ করা হলো” বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার সাথে” নতুন স্লোগানকে সামনে রেখে আজ ২৫জানুয়ারি বুধবার সকাল ১১ঘটিকায় রাজপাড়া থানার আয়োজনে চন্ডিপুর প্রেসক্লাব মাঠে প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার  আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০০ জন প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ শেষে

   পুলিশ কমিশনার মহোদয়, রাজপাড়া থানা পরিদর্শন করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া)  আরেফিন জুয়েল পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান এবং অফিসার ইনচার্জ গার্ড অব অনার প্রদান করেন। এর পূর্বে পুলিশ কমিশনার মহোদয়, রাজশাহী পিটিআই হল রুমে, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড

ফিন্যান্স)  ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম মহোদয় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু,৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সাংবাদিকবৃন্দ-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top