নাটোরের গ্রীনভ্যালী পার্কের ৫ম বছরে পদার্পনে নতুন আকর্ষণ “ড্রিম ফরেস্টে’র” উদ্বোধন

রিপোর্টারঃ মনজুরুল ইসলাম নাটোর:::   নাটোরের লালপুরের গ্রীনভ্যালী পার্ক পঞ্চম বছরে পদার্পন উপলক্ষে নতুন আকর্ষণ ড্রিম ফরেস্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি ২০২৩) গ্রীন ভ্যালী পার্ক চত্ত্বরে ড্রিম ফরেস্ট উদ্বোধন করেন পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরিয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন পার্কের পরিচালক (প্রশাসন) এ এস এম শামসুজ্জোহা, পরিচালক হাসিবুল ইসলাম, আমজাদ হোসেন, সুলতানুজ্জামান টিপু, জালাল উদ্দিন বাবু, আনজুমান আরা পাপড়ী, গনেশ চন্দ্র, আরিফুল ইসলাম, ফজলুর রহমান জয়নাল, ম্যানেজার সামিউল ইসলাম শুভ, বাবুল হোসেন

প্রমূখ । এছাড়াও এক্সিম ব্যাংক লালপুর শাখার ম্যানেজার আনোয়ার হোসেন, উত্তরা ব্যাংকের ম্যানেজার আকতার হোসেন, জনতা ব্যাংকের ম্যানেজার শামীম আহমেদ ও সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পার্ক সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি পার্কের যাত্রা শুরু হয়। প্রায় ৪০ একর জমির ওপরে প্রতিষ্ঠিত সবুজেঘেরা অপরুপ সুন্দর্য, নয়নাভিরাম লেক, ঝর্ণা, অত্যন্ত মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যেমন্ডিত পার্কটি গ্রীন ভ্যালী নামের সঙ্গে যথার্থতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। পার্কটির চেয়ারম্যান পার্কের চেয়ারম্যান আরজুমান্দ বানু পুষ্প বলেন, সবুজে ঘেরা

পার্কটিতে ড্রিমফরেস্ট, ফ্লাওয়ারভ্যালি, ওয়েবপুল, স্পীডবোট, প্যাডেল বোট, বুলেট ট্রেন, মিনি ট্রেন, নাগরদোলা, পাইরেট শীপ, ম্যারিগোরাউন্ড, হানি সুইং, পিকনিক স্পট, শ্যুটিং স্পট, এ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট এন্ড প্লে-গ্রাউন্ড, নিজস্ব বিদ্যুৎ সুবিধা, নামাজের সু-ব্যবস্থা, সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা, ডেকোরেটর সুবিধা, গাড়ি পার্কিং ব্যবস্থা, ক্যাফেটেরিয়া, শপ কর্ণার, সভা-সেমিনার এর জায়গা, আবাসিক ব্যবস্থাসহ নানা ধরনের সুবিধা রয়েছে। পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরীয়া পারভীন জানান, দেশের উষ্ণতম ও সর্বনিম্ন বৃষ্টিপাত এলাকা লালপুরের এই বিনোদন কেন্দ্র অনন্য স্থান হিসেবে ইতিমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে । পার্কের লভ্যাংশের সিংহভাগ ব্যয় হয় সমাজকল্যাণ মূলক কর্মকান্ডে। পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানের বিদ্যালয়, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম ও হাসপাতাল নির্মাণের কাজ এগিয়ে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top