নাটোরের লালপুরে মাটি বাহি অবৈধ কুত্তাগাড়ির চাপায় শিশু নিহত

রিপোর্টারঃ মনজুরুল ইসলাম নাটোর :::   নাটোরের লালপুরে মাটি বোঝাই কুত্তাগাড়ির চাপায় পিষ্ট হয়ে রাহি(৬) নামের এক শিশু নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চকনাজিরপুর-রায়পুর সড়কের চকনাজিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রাহি একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহিসহ কয়েকজন শিশু বাড়ী পাশ্বে ছোট

সাইকেল নিয়ে খেলছিল এ সময়  রায়পুর থেকে দ্রুত গতিতে আসা মাটি বোঝাই কুত্তাগাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক কুত্তাগাড়ি ও চালককে আটক করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, এবিষয়ে অভিযোগ পেলে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top