অর্ধশত বছরের ঐতিহ্য ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের অফিস ভেঙ্গে নিলো ইউপি চেয়ারম্যান

প্রতিবেদকঃ মীর ইমরান মাদারীপুর:::  ডাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মানের সময় ভেঙ্গে ফেলা অর্ধশত বছরের ঐতিহ্য ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের অফিস ভবনটি পুনরায় নির্মাণ করে দেওয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী। ২০১৮ সালে ইউনিয়ন পরিষদের ভবন নির্মান করার জন্য পুনরায় নির্মাণ করে দেওয়ার আশ্বাসে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের একমাত্র অফিস ভবনটি ভেঙ্গে ফেলেন ইউপি চেয়ারম্যান ,সাবের উল হাই (সাবের)। দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও দেই দিচ্ছি বলে এখনো পর্যন্ত অফিস ভবনটি নির্মাণ করে দিচ্ছেন না চেয়ারম্যান। অথচ আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের পরিচালনা কমিটি সহানুভূতি, না জানিয়ে অফিস ভাঙ্গার অনুমতি না দিলে আজকে এখানে ইউপি কমপ্লেক্স তৈরী হতোনা। পূর্বের মতো সরকারী বরাদ্ধ ফেরত গেলে
এখনো ভাঙ্গাচোরা ঘরেই অফিস করতে হতো চেয়ারম্যান মেম্বারদেরকে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নিজের দেওয়া ওয়াদা রক্ষা করছেন না চেয়ারম্যান সাবের উল হাই সাবের। আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের পরিচালনা কমিটি ও এলাকাবাসীর দাবী অতি দ্রুত যেন অফিস ভবনটি পূণ নির্মাণ করে দেওয়া হয়। এ ব্যাপারে আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন পরিচালনা কমিটির মহাসচিব আজহার খন্দকার বলেন, আমরা অফিস ভাঙ্গার অনুমতি না দিলে সরকারী বরাদ্ধকৃত অর্থ ফেরত যাবে, ইউপি কমপ্লেক্স নির্মাণ হবেনা। তাই এলাকাবাসীদের সেবার সুবিধার্থে এবং চেয়ারম্যানের পুনরায় নির্মাণের প্রতিশ্রুতিতে আমরা রাজী হয়ে ছিলাম। কিন্তু ৪ বছর অতিবাহিত হয়ে গেলেও চেয়ারম্যান তার প্রতিশ্রুতি রক্ষা করছেন না। আমাদের অফিস ভবনটি না থাকায় সম্মেলন প্রস্তুতির আলাপ করে কোন কাজে
আসছে না।চেয়ারম্যান নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য মুসল্লীদের সঠিক সেবা প্রদান ব্যহত হচ্ছে। তাই আমি সদ্য সমাপ্ত সম্মেলনের ৬ষ্ঠ দিনে আমন্ত্রিত অতিথি আড়াইহাজারের সাংসদ নজরুল ইসলাম বাবু ও চেয়ারম্যান ,সাবের উল হাই এর উপস্থিতিতে আমার বক্তব্যেও দাবীটি উপস্থাপন করেছি। আশির দশকে আমাদের সম্মেলন পরিচালনা কমিটির কার্যক্রম পরিচালনা ও দুর-দুরান্ত থেকে আগত মুসল্লীদের সেবা প্রদানের সুবিধার্থে বগুড়ার অন্ধ হুজুর তার বয়ানে উপস্থিত মুসল্লীদের কাছে একটি অফিস ঘর তৈরী করে দেওয়ার দাবী করেন। তখন সম্মেলনে উপস্থিত কেন্দুয়ার গ্রামের মোন্তাজউদ্দিন মাওলানা ডাঙ্গা বাজারের দুধপট্টিতে তার দোকান ঘরটি অফিস ঘরের জন্য দান করেন। এলাকার সুশীল সমাজের দাবি অতিদ্রুত ঐতিহ্য ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের অফিস ভবনটি পুনরায় নির্মাণ করে দেয় চেয়ারম্যান সাবের উল হাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top