হীড বাংলাদেশ বাগেরহাট সুর্য্যমুখীর জমি এবং প্রসপা‌রি‌টি প্রক‌ল্পের স‌্যা‌টেলাইট ক্লি‌নিক প‌রিদর্শন

 রিপোর্টার মিজানুর রহমান:::::    ২৪/১/২০২৩ ইং তা‌রিখ হীড বাংলা‌দেশ বা‌গেরহাট অঞ্চ‌লের বিটিভির সম্মানিত রিপোর্টারগন ও পিকেএসএফ এর সম্মানিত পরিদর্শক মোঃ শাহরিয়ার মাহমুদ স্যার পাইলটিং আকারে চাষকৃত সুর্য্যমুখীর জমি এবং প্রসপা‌রি‌টি প্রক‌ল্পের মাছমারা গ্রা‌মে স‌্যা‌টেলাইট ক্লি‌নিক প‌রিদর্শন ক‌রেন। প‌রিদর্শনকালীন সম‌য়ে খুলনা ও বাগেরহাট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক,MIS

কর্মকর্তা,প্রসপা‌রি‌টি টিওগন ,আঞ্চলিক হিসাবরক্ষক উপস্থিত ছিলেন। সকলে হীড বাংলা‌দে‌শের কার্যক্রমের ভূয়ষী প্রশংসা ক‌রেন। সবাই সদস্য রেজিনা হালদারের ফসল দেখেন, রিপোর্টারগন তার সাক্ষাৎকার নেন। রেজিনা বলেন, তিনি ও এলাকার জনগন বিশ্বাস করতে পারেনি যে এ সময়ে পতিত জমিতে এ ধরনের ফসল হবে। তারা এ চাষে ভাল লাভ করবেন বলেন। পিকেএসএফ ও হীড বাংলাদেশকে অনেক ধন‌্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top