নির্বাচনের মাধ্যমে বোঝাতে হবে দেশের জনগণ কাদের চায় এবং ক্ষমতায় বসাতে চায়-খুলনায় যুবলীগের চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন বিএনপি প্রোপাগান্ডায় রাজনীতি করে তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়। সত্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে । এই জন্য আপনাদেরকে কেউ বিশ্বাস করে না বিভ্রান্তি আর প্রোপাগান্ডায় রাজনীতি করে লাভ হবে না। ক্ষমতার লোভে অপরাজনীতি বন্ধ করেন । মঙ্গলবার ২৪ জানুয়ারি দুপুরে খুলনা শিববাড়ী মোড়ে জেলা মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন এর উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন বিএনপি বিএনপি নেতারা বলে দেশের জনগণ নাকি তাদের সঙ্গে। কিন্তু দেশের জনগণ

আমাদের সঙ্গে রয়েছে প্রমাণ করতে হবে দেশের জনগণ কাদের সঙ্গে থাকবে, শুধু তর্ক করলে হবেনা নির্বাচনের মাধ্যমে বোঝাতে হবে দেশের জনগণ  কে চায় এবং ক্ষমতায় বসাতে চায়। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ৪ বার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আমাদের ক্ষমতায় লিপ্সা নেই, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব আসতে হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে মর্যাদাপূর্ণ স্থানে নিয়েছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নের অর্জনসমূহ কে ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। দেশের জন্য কাজ করতে হবে পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে, নৌকার

বিজয় নিশ্চিত করতে হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ভাতুষ্পুত্র বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন নগর যুবলীগের যুগ্ন আহবায়ক। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য, নগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, শ্রম ও

কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, খুলনা ২-আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি এ বাবুল রানা,খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ডক্টর শামীম আল সোহাগ, নগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top