কুয়েট সড়কের প্রবেশদ্বার কালভার্ট ভেঙে পড়েছে, চরম ঝুকি নিয়ে চলছে যানবাহন

খানজাহান আলী থানা  খুলনা প্রতিনিধি:::::   খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েট) অত্যান্ত ব্যস্ততম সড়কের প্রবেশদ্বার ফুলবাড়ীগেটের দীর্ঘদিনের পুরাতন একটি পরিত্যক্ত কালভাট ভেঙে ধসে পড়েছে। সড়কটির মাঝ বরাবর বড় একটি অংশের কালভার্টের স্লাব ভেঙে পড়ায় চরম ঝুকি নিয়ে সড়কটি দিয়ে চলছে যানবাহন। গত তিনদিন অতিবাহিত হলেও গুরুত্বপুর্ণ ব্যস্ততম এই সড়কের ভেঙ্গে যাওয়া অংশ সংস্কারে এগিয়ে আসেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোগান্তির মধ্যে দিয়ে চরম ঝুকি নিয়ে সড়কটি দিয়ে চলাচলা করছে কুয়েট, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, এইচএসটিটিআই, কারিগরি প্রশিক্ষণ

কেন্দ্র. মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,গভ. ল্যাবরেটরি হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যানবাহন। দ্রুততম সময়ে সমস্যার সমাধানে এগিয়ে না আসলে ঘটে যেতে পারে অনাকাংখিত বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, কুয়েট-তেলিগাতীর গুরুত্বপুর্ণ ব্যস্ততম সড়কটির প্রবেশদ্বার ফুলবাড়ীগেট ইজিবাইক স্টান্ডে সড়কে দীর্ঘদিনের পুরাতন একটি পরিত্যক্ত কালভার্টের কিছু অংশ গত ২১ জানুয়ারী হঠাৎ করে ধসে পড়ে। পরবর্তিতে সময় যত অতিবাহিত হচ্ছে ক্রমেই সড়টির মাঝ বরাবর পরিত্যক্ত কালভাটটির স্লাবের প্রায় ৭/৮ ফিট অংশ ভেঙ্গে ধসে পড়েছে। স্থানিয় ইজিবাইক চালকরা ক্ষতিগ্রস্থ স্থানে লাল

ফ্লাগ দিয়ে নিশানা টানিয়ে দেয়। গত ২৪ জানুয়ারী সড়কটিক ক্ষতিগ্রস্থ স্থান সরেজমিন গিয়ে দেখে যায় ব্যস্ততম সড়কটি দিয়ে প্রতি মিনিটে প্রায় ৫/৭টি ছোট বড় যান অত্যন্ত ঝুকিপুর্ণ ভাবে চলাচল করছে। সড়কের বড় একটি অংশ ভেঙ্গে যাওয়ায় যে কোন সময় গাড়ীর চাকা ভাঙা অংশে পড়ে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করছে স্থানিয়রা।
স্থানিয় একটি সুত্র জানায়, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে কুয়েট প্রতিষ্ঠা হওয়ার পর ১৯৭০ সালের পর যে কোন সময়ে এই পাকা সড়কটি নির্মিত হয়। রাস্তা নির্মাণের পর রাস্তার দুই

পাশের পানি নিষ্কাশনের জন্য সড়কটিতে একটি কালভার্ট দেওয়া হয়। অনেক সময় রাস্তা সংস্কার হলেও এই কালভার্টটি সংষ্কার করা হয়নি। দীর্ঘদিন কালভার্টটি দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় পরিত্যক্ত কালভার্টটির উপর দিয়ে ভারী যান চলাচলে হঠাৎ করে স্লাবের বড় একটি অংশ ধ্বসে পড়ে। বর্তমানে কুয়েট-তেলিগাতী সিটি বাইপাস সড়কটির গভ.ল্যাবরেটর স্কুলের সামনে থেকে বাইপাস সড়ক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার উপরের কার্পেটিং ও খোয়া উঠে বড় বড় গর্তে পরিনত হওয়ায় সড়কটি দিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় দোকানদার মিজানুর রহমান বলেন, গুরুত্বপুর্ণ সড়কটি দিয়ে প্রতিনিয়ত সরকারি, বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ চলাচল করে এমন কি দেশের গুরুত্বপুর্ণ একাধিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব গাড়ীসহ বইপাস সড়ক হিসাবে প্রতিনিয়ত ছোট, বড়, ভারী যানবাহন চলাচল করলেও কারও কোন মাথা ব্যাথা নেই। গত তিন দিন যাবত ঝুকিপুর্ণ ভাবে যানবাহন গুলো চলাচল করছে। দ্রুত সময়ে সংস্কার কাজ করা না হলে যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের অনাকাংখিত দূর্ঘটনা। এ বিষয়ে দিঘলিয়া উপজেলা সহকারী প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল বলেন, কালভার্ট ভেঙে পড়ার

খবরটি শুনে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখেছি। এলাকাবাসী ভাঙ্গা কালভার্টের স্থানে লাল নিশানা সেটে দিয়েছে। ব্যস্ততম গুরুত্বপুর্ণ সড়কটির কালভার্টটি জরুরী মেরামতের জন্য করনিয় বিষয়ে উর্ধতন কর্মকর্তার সাথে আলোচনা হয়েছে। কালভার্টটি ভেঙ্গে করতে সময় লাগবে আপাতত চলাচলের উপযোগী করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top