আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। সোমবার দুপুর ২ টার দিকে তিনি নিজ গ্রামের বাড়ীতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্ব-জন রেখে গেছেন।
সোমবার বাদ আসর দারিয়ালা পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ চত্বরে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কুলিয়া বড়ঘাট কবরস্থান মাদ্রাসায় তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযার নামাজের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, সাবেক উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক ছিনু, গাংনী ক্যাম্প ইনচার্জ রেজাউল করিমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।