কামরুজ্জামান শিমুল বাগেরহাটঃ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে মানবিক সংগঠন হেল্প দ্যা পিপল এর পরিচিতি সভা। সে উপলক্ষে রবিবার (২২জানুয়ারি) বেলা ৩ টায় দক্ষিণ কোরিয়ার পুছন সিটির সু্ংউরী জামান মাটের দোতালায় আল্লাহর দান রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম জামান সজল। সভাপতিত্ব করেন হেল্প দ্যা পিপল এর সভাপতি ইলিয়াজ আহমেদ।
দক্ষিণ কোরিয়ায় বসবাস ও অবস্থানরত শতাধিক যুবকের উদ্যোগে পরিচালিত এই সংগঠনের উদ্দেশ্য হলো অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আজকের পরিচিতি সভা শেষে কোরিয়ায় একটি নতুন মসজিদ নির্মাণের জন্য হেল্প দ্যা পিপল এর পক্ষ থেকে দেশি টাকায় ১ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এম এস ট্রাভেলস এর চেয়ারম্যান হাসিবুল কোবির হাসিব, বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি সরকার জামান নলেজ। হেল্প দ্যা পিপলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি ও কার্যনির্বাহী সদস্য সুজন হাওলাদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম শিপলু, বুলবুল আহমেদ, অদূত সরকার, তমাল আহমেদ, আকাশ আহমেদ, রুবেল আহমেদ, জাকির হোসেন মাসুম, সজল আদনান প্রমুখ।