মোংলা বন্দর হাসপাতালে লেবার রুমের উদ্বোধন

আলী আজীম, মোংলা বাগেরহাটঃ মোংলা বন্দর হাসপাতালে লেবার রুমের উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়্যারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

রবিবার (২২ জানুয়ারী) সকাল ১০ টায় বন্দর কর্তৃপক্ষের উপ সচিব  মাকরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (হারবার ও মেরিন/অর্থ),  ইমতিয়াজ হোসেন (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ও মোংলা বন্দর হাসপাতালের চিকিৎসক/নার্স, সিবিএ এর নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারী।

লেবার রুম উদ্বোধনের ফলে মোংলা বন্দরের মহিলা কর্মকর্তা/কর্মচারী ও তাদের মহিলা পোষ্যদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও নরমাল ডেলিভারী সুবিধা দেয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top