জয়নাল আবেদীন, সীতাকুণ্ডঃ সীতাকুণ্ড মডেল থানা’র শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ স্বীকৃতি পেলেন তোফায়েল আহমেদ।চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাসিক অপরাধ বিষয়ক এক অনুষ্ঠানে ডিসেম্বর মাসে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চৌকস অফিসার হিসেবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হওয়ায় চট্টগ্রাম পুলিশ সুপারের পক্ষ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেলেন।
উল্লেখ্য:সীতাকুণ্ড মডেল থানা অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর সীতাকুণ্ডে অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করে আসছে। সীতাকুণ্ডে জনপদের আতঙ্ক ও শীর্ষ সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার করে তিনি সর্ব মহলে প্রশংসিত হয়েছেন।এছাড়া চৌকস এই অফিসারের নেতৃত্বে রাঘব বোয়াল একে একে আইনের আওতায় আনা হচ্ছে।পুলিশ জনগণের বন্ধু উক্তিটির যথার্থতা উত্তম কাজের মাধ্যমে প্রমাণ করে চলেছেন।