সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের শীর্ষ সন্ত্রাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন্ড কমান্ড মোঃ পারভেজ অস্ত্র ও গোলাবারুদ সহ সীতাকুণ্ড মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সীতাকুণ্ড মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ তোফায়েল আহমেদ’র নেতৃত্বে সাব ইন্সপেক্টর নির্মল ত্রিপুরা বিশেষ অভিযান পরিচালনা করা কালীন সময়ে খবর পেয়ে অস্ত্র সরবরাহের সময় আটক করা হয়।
২০ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে চারটায় বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সামনে অস্ত্র সরবরাহের সময় তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দেহ তল্লাশি করে ১ টি পিস্তল,১ টি ম্যাগাজিন,১ টি ওয়ান শুটার গান তার পরিহিত জিন্স প্যান্টের কোমর হতে গোজা অবস্থায় এবং প্যান্টের সামনে বাম পাশের পকেট থেকে ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর ৬ নং ওয়ার্ডের বাসিন্দা,পিতা-মোঃ ইকবাল হোসেন। সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সূত্র জানায়, সীতাকুণ্ড জনপদের আরেক ত্রাস মোহাম্মদ আলী বর্তমানে জেল হাজতে আটক এর সেকেন্ড ইন কমান্ড থানা রেকর্ডপত্র পর্যালোচনাকালে প্রকাশ পাই যে,তাহার বিরুদ্ধে চাঁদাবাজি,বিস্ফোরক দ্রব্য আইন,আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ(দ্রুত বিচার)আইন,নাশকতা মামলা সহ মোট ০৭ টি মামলা চলমান আছে।ধৃত আসামীর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অপরাধে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।