চিরিরবন্দরে সরিষার হলুদ ফুলের সমারোহ

মিজানুর রহমান মিজান, দিনাজপুর প্রতিনিধিঃ প্রকৃতির মাঝে হলুদের এমন সমারোহ দেখা মিলছে চিরিরবন্দরে ফসলের মাঠ। সেই সাথে সরিষার হলুদ ফুলে মনোমুগ্ধকর হয়ে ছবি তুলছেন কোমল মতি শিশু সহ সকল বয়সী নারী ও পুরুষ। চিরিরবন্দর উপজেলায় এবার রেকর্ড পরিমান জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূল ভালো থাকলে কৃষকেরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন।

চিরিরবন্দর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা চাষাবাদ করা হচ্ছে। চলতি মৌসুমে উপজেলাতে সরিষার চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫৫০ হেক্টর এবং অর্জিত হয়েছে ৬৬০ হেক্টর যা লক্ষ্যমাত্রার চেয়ে ১১০ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে উপজেলার আব্দুলপুর, অমরপুর, পুনট্ট্রি ও সাইতাড়া ইউনিয়নে।

উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহসিন আলী ও অমিনুল ইসলাম বলেন, ‘আমরা এ বছর ৬ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। কৃষি অফিস থেকে অল্প বীজ পেয়েছি। পরে নিজে বাজার থেকে সরিষার বীজ কিনে জমিতে সরিষা বীজ বপন করি। প্রতিটি সরিষাগাছে প্রচুর পরিমাণ ফুল ধরেছে। ফুলগুলো আকারেও বড় হয়েছে।

৪ নং ইসবপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল হামিদের সঙ্গে কথা হলে তিনি জানান, চলতি মৌসুমে সরিষার রোগ বালাই তেমন নেই বললেই চলে।

উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা শারমিন বলেন, চলতি মৌসুমে চিরিরবন্দর উপজেলার ১২ টি ইউনিয়নে গত বছরের তুলনায় এবার ব্যাপক সরিষার আবাদ হয়েছে। এবার লক্ষ্যমাত্রার ছাড়িয়ে ১১০ হেক্টর বেশি জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কোনো ধরনের ক্ষতি না হলে এ উপজেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top