সংবাদদাতা ইমরান হোসেন ইমু কেরানীগঞ্জঃ ঢাকা জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরুষ্কার পেলেন আজাদ,
কেরানীগঞ্জ মডেল থানায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন করায় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাব- ইন্সপেক্টর হিসেবে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, (পিপিএম বার) মহোদয় ১৯ জানুয়ারি ২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকার
সময় ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয় মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় কেরানীগঞ্জ মডেল থানার ক্লু- লেস মামলার রহস্য উদঘাটন ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সাব ইন্সপেক্টর আজাদকে পুরস্কৃত করেন। ক্লু- লেস মামলায়
রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ দিক- নির্দেশনা প্রদান সহ সার্বিক সহযোগিতা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল), জনাব মোঃ শাহাবুদ্দিন কবীর মহোদয় ও অফিসার ইনচার্জ মামুন- অর- রশিদ পিপিএম কেরানীগঞ্জ মডেল থানা মহোদয় প্রতি কৃতজ্ঞতা জানান, সাব- ইন্সপেক্টর আজাদ কেরানীগঞ্জ মডেল থানা।#