নুরুজ্জামান হোসেন হিলি দিনাজপুর প্রতিনিধিঃ আলোচনা সভা, কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফিজার মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব,জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,ওসি আবু সায়েম মিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক,বোয়ালদাড় ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন,জাহিদুল ইসলাম জাহিদ,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় প্রেসক্লাবের প্রবীণ সদস্যরা সেই সময়ের স্মৃতিচারণ করে। সেই সাথে অতিথিরাও বিভিন্ন পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এর পরে অতিথিদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।