শেরপুরে জোরপূর্বক জমি দখল- থানায় অভিযোগ

শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের পানিসাড়া পাবনা পাড়া এলাকায় জোরপর্বক জমি দখল ও জমিতে থাকা প্রায় ১০ টি গাছ ও বাশের সেপ কলার বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ভাদার গ্রামের ভূমি দখলদার তহিদুল ইসলাম,তরিকুল ইসলাম উভয় পিতা- মোবারক হোসেন,সহ গোলাপ হোসেন, ও মোখলেছুর রহমান, উভয় পিতা-মৃত আছের উদ্দীন, সাহাদত হোসেন পিতা -আসিনুর রহমান, মোকসেদ আলী পিতা-মৃত আবুল হোসেন, সাং পানিসাড়া পাবনাপাড়া গণের বিরুদ্ধে।

সরজমিনে দেখা যায়,বিশালপুর ইউনিয়নের পানিসাড়া পাবনাপাড়া এলাকার পানিসাড়া মৌজার বর্তমান ৮৫২ নং দাগের ৩২ শতাংশ জমির মালিক ক্রয় সূএে আয়নাল হক দিগত প্রায় ৩৫ বছর যাবৎ বাড়িঘর নির্মাণ করে নিজ ভোগদখলে সম্মানের শহীতে বসবাস করিতেছেন।

এমএতেঅবস্থায়,গত কয়একদিন আগে উক্ত জমির মালিক আয়নালের নিকট থেকে প্রথমে দশফুট প্রস্থ্য রাস্তা চায় ভূমি দখলদারগণ দশফুট প্রস্থ্য রাস্থা দিতে অশিকার করায় গত ১৮ /১/২০২৩ তারিখ বুধবার সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় ভূমি দখদারগণ তাদের জোরপূর্বক ৬ থেকে ৭ শতাংশ জায়গা দখল করে এবং জমিতে থাকা ১০ টি গাছ ও কলার বাগান কেঁটে ফেলা

সহ বাশের বেড়া দিয়ে ঘেরাও করে রেখেছে।এরি এরিপ্রেক্ষিতে আয়নাল হকের ছেলে মাসুদ রানা বাদী হয়ে কয়েকজন জনকে আসামী করে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে শেরপুর থানার তদন্তে ওসি লালমিয়া জানান,তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top