নড়াইলের ভওয়াখালি তে মা ও শিশু সহ তিন জনের বিষ পান

সুমি খানম নড়াইলঃ নড়াইল সদর উপজেলার ভওয়াখালি গ্রামের বাসিন্দা মোঃ মিঠু গাজির স্ত্রী ও দুই সন্তান সহ পারিবারিক কলোহ বিবাদের জের ধরে বিষ পান,পরবর্তীতে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ জানুয়ারি রোজ বুধবার নড়াইল সদর উপজেলার ভওয়াখালি গ্রামের বিশ্বাস পাড়ার বাসিন্দা মোঃ মিঠু গাজির( ৩৫) স্ত্রী, শিউলি বেগম (২৮) ও তার দুই সন্তান রাব্বি (০৭)ইলমা (০৩) সহ পারিবারিক কলোহ বিবাদের কারণে স্বামীর উপর অভিমান করে বিষ পান করে। ঘটনা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে তাদের সংসারে নানান ধরনের তর্ক বির্তক ঝগড়া বিবাদ লেগেই থাকে। শিউলি বেগমের

স্বামী মিঠু গাজি সাংবাদিকদের ফোনে জানান আমার স্ত্রীর মনে শুধু সন্দেহ, আমি একজন হোটেল বয় সেখানে বিভিন্ন ধরনের মানুষের আশাযাওয়া অনেক সময় বিভিন্ন কাস্টমার কে হোম ডেলিভারি দিতে হয় সেক্ষেত্রে অনেক মহিলা কাস্টমার ও থাকে এবং আমাদের কর্মস্থলে কিছু মহিলা ও কাজ করে যাদের সাথে আমার মাঝে মাঝে ফোনে যোগাযোগ করতে হয়, তারই সূত্র ধরে আমার স্ত্রী প্রায় আমার সাথে খারাপ ব্যবহার করতো আমি তাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করি কিন্ত সে আমার কথার তোয়াক্কা না করে আমি যেখানে কাজ করি আমার মালিকের কাছে গিয়ে অভিযোগ করে তার পর আমার চাকরি চলে যায়।

আমি আবার ও একটা হোটেলে কাজ ঠিক করি কিন্ত আমার স্ত্রী আবার ও বিভিন্ন ভাবে আমাকে সন্দেহ করে সংসারে অশান্তি শুরু করে এবং সে গতবারের মত আবারো নড়াইলের একটি হোটেলের সামনে ঝামেলা শুরু করে আমি তাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করি সে না বুঝে চড়াও হয়ে ওঠে আমি ও তার সাথে বাক বিতন্ডে জড়িয়ে পড়ি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। তার পর সে বাড়ি তে চলে যায় আমি বাচ্চাদের নাস্তা করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে লোহাগড়ার দিকে কাজের সন্ধানে ছুটি। তারপর হটাৎ আমার ফোনে কল আসে এবং বিষ খাওয়ার ঘটনাটি জানায়।

এখন আমার দুই বাচ্চা ও স্ত্রী নড়াইলের সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। মিঠু গাজির ছেলে রাব্বি কিছুটা সুস্থ হলে সাংবাদিকদের জানায় যে আমার আব্বু আর আম্মু তিনদিন ধরে মারামারি করছে, আজ সকাল ৭.০০ টার সময় আমার আব্বু আম্মুকে খুব মারে তাই আম্মু ট্যং এর সাথে বিষ মিশিয়ে আমাকে আর আমার বোন কে খাওয়াই ও নিজে খায়।

স্থানীয় প্রতিবেশি সুত্রে জানা যায় মিঠু গাজি আরেকটি বিবাহ করে সেইটা তার তার স্ত্রী শিউলি বেগম মেনে নিতে না পেরে তার স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে পড়ে, এবং এক পর্যায়ে তারা মারামারি করে এবং সেই রাগে অভিমানে ছেলে মেয়ে সহ নিজে বিষ পান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top