সাইফুল আলম দুলাল কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের চারিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে দেখা মিলেছে ২২টি মৌমাছি চাকের। ঝাঁকে ঝাঁকে মৌমাছির বিচরন বেড়েছে। বিদ্যালয়ের চুতুর পাশে সরিষা ক্ষেত থাকায় সেখান থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে দিনে দিনে মৌচাক বড় করে তুলেছে মৌমাছির দল।মৌমাছির দল ঝাঁক বেঁধে দিক বেদিক উড়ে বেড়ায়। ফলে সে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পরেছে আতংকে।পাশা পাশি বিদ্যালয় খোলা থাকায় আরও বেড়েছে সে আতংক।
এ ব্যাপারে এলাকার অভিভাবক মোঃ রাসেল মিল্কী ও তাইজুল ইসলাম বলেন, ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে অবিলম্বে মৌচাক গুলো সরানোর জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আক্তার জাহান বলেন, মৌচাক গুলো প্রকৃতির শোভা,তবে বিদ্যালয়ের ভবনে চাক বাধায় ভয়ে আমরা আতংকে আছি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ
করা হলে তিনি বলেন, শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে মৌচাকের মধু দ্রুত আহরন করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মধু আহরনের পর মৌমাছিরা সরে পড়বে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষকদেরকে সর্তকতায় ছাত্র ছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব পালনে অবিলম্বে মৌচাক গুলোর মধু আহরন করে সরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।