জয়নাল আবেদীনঃ সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামে পানিতে পড়ে আদনান নাবিল নামের ১ বছর ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত শিশু আদনান নাবিল ওই এলাকার আব্দুর রহিমের পুত্র বলে জানা গেছে।
১৭ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক দেড়টার দিকে পৌরসভার দক্ষিণ ইদিলপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
এই বিষয়ে শিশু আদনান নাবিলের চাচাতো ভাই আসলাম উদ্দিন বলেন,দুপুরে নাবিল খেলতে গিয়ে বাড়ির
পাশে পুকুরে পড়ে ডুবে যায়।এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে একঘন্টা পর মৃতদেহ ভেসে ওঠে।তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।