বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার বসুপাড়া গ্রামে অবৈধভাবে সরকারি রাস্তার কিছু মোটা বাবলা গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতার’র নির্দেশে কর্তনকৃত গাছ গুলো উদ্ধার করেছে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান।
সরেজমিনে জানা গেছে, গাছগুলো জেলা পরিষদের সম্পত্তি। তবে, স্থানীয় প্রভাবশালী নাইম হোসেনের নেতৃত্বে উপজেলার পাঁকা ইউনিয়নের নাজিরপুর এলাকার নাজমুল ইসলাম গাছগুলো কিনেছেন বলে কর্তন করছেন।অভিযুক্ত নাজমুল ইসলাম বলেন, গাছগুলো নাঈমের থেকে ক্রয় করে কাটতে এসেছি। সরকারি কি-না জানি না।
নাঈম হোসেনকে সরকারি গাছ বিক্রির বিষয়ে প্রশ্ন করলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে দাবী করেন, বাপ-দাদার আমল থেকে গাছগুলোকে সেবা যত্ন করেছি আমরা। তখন থেকে গালগুলো আমাদের বলেই জানি।
এনিয়ে বাগাতিপাড়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে গাছগুলো কর্তন করতে নিষেধ করেছি। তারা গ্রামের মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান বা উপজেলা ভূমি কর্মকর্তাকে অবহিত না করে গায়ের জোরে আইন অমান্য করে গাছগুলি কেটেছে। গাছ গুলো জেলা পরিষদের।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ও স্থানীয় গ্রাম পুলিশদের মাধ্যমে নিশ্চিত হয়ে গাছ গুলো উদ্ধারের জন্য ইউপি ভূমি অফিসের নায়েব সাহেবকে নির্দেশ দিয়েছি। গাছগুলো স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।