মোছাঃ শারমিন আক্তার বিশেষ প্রতিনিধিঃ বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০২ নং ওর্য়াডের নিমাইদিঘী গ্রামের নিবাসী শেখ মানিক উদ্দিন ( ৯৮) ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহ — রাজেউন।(১৭ জানুয়ারি , বুধবার ) বেলা ১১ টায় মরহুমের জানাজার নামাজ নিজ নিমাইদিঘী গ্রামের ইদগাহ ময়দানে অনুষ্টিত হয়।
উক্ত জানাজার নামাজে শরীক হন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি এবং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), বিভিন্ন গ্রামের জামে মসজিদের পেশ ইমাম, আদমদিঘী উপজেলা, ছাতিয়ানগ্রাম ইউ পি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়াও মরহুমের আত্মীয় স্বজন সহ নিমাইদিঘী ও কলাবাড়িয়া, ধুলাতর, ছাতিয়ানগ্রাম এবং বাগবাড়ি গ্রামের ধর্মপ্রান মুসল্লি বৃন্দগন।
উক্ত জানাজার নামাজ শেষে মরহুমের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক (আবু) সাহেব, মরহুম মানিক উদ্দিন শেখ দীর্ঘদিন যাবত ছাতিয়ানগ্রাম বাজারে ডাকঘরে পোস্ট অফিস মাস্টার হিসেবে সুনামের সহিত তার দায়িত্ব পালন করেছেন। এই চাকুরী সুবাদে সবার সঙ্গে পরিচিত মানিক উদ্দিন শেখ চাচা। এছাড়াও তার মৃত্যুতে তার পরিবারের প্রতি, গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও তিনি বলেন, মানিক উদ্দিন শেখ চাচা আমার পাশের গ্রামের মুরুব্বিয়ান ব্যাক্তি। সে একজন সাদা মনের মানুষ ছিলেন। সর্বদা সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন। সেই সঙ্গে তিনি একজন সমাজ সেবক এবং ভালো সার্ভেয়ার/ আমিন ছিলেন, তাকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। তিনি ৩ পুত্র, স্ত্রী,নাতি- নাতিনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আল্লাহ্ পাক তাকে মাফ করে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।