লোহাগড়ায় বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খন্দকার ছদরুজ্জামান,নড়াইলজেলা প্রতিনিধিঃ লোহাগড়ায় বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নড়াইলের লোহাগড়ায় বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটা থেকে উপজেলা পরিষদের আয়োজনে ও মহিলা বিষয়ক দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিচালন স্হানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকা প্রতিনিধি মোঃ আসলাম খান এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতির সভাপতিত্বে রিসোর্সপার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভুমী প্রদীপ্ত রায় দীপন, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, ওসি তদন্ত হারান চন্দ্র পাল প্রমুখ।এ চাড়াও বক্তব্য রাখেন লক্ষীপাশা ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ, জয়পুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ওবায়দুর

রহমান,লোহাগড় ক্লাবের সহ-সভাপতি পিকুল আলম, সাধারণ সম্পাদক শেখ নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক খন্দকার ছদরুজ্জামান,এবং কাজি তসলিম উদ্দিন লস্কর প্রমুখ। কর্মশালায় ৬ ইউনিয়ন চেয়ারম্যান, ১৮ জন মেম্বার, ৩ জন কাউন্সিলর,১৩ জন প্রধান শিক্ষক,৮ জন কাজি,৫ জন পুরাহিত, ৩ জন সুশিল সমাজ, ৭ জন সাংবাদিক সহ প্রথম দিনে মোট ৬০ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top