লোহাগড়ায় র ‍্যাব পরিচয়ে প্রতারণা, গ্রেফতার- ১

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের লোহাগাড়া উপজেলার পৌদ্দার পাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাবের পরিচয়ে প্রতারণার অভিযোগে মুন্সি ওবায়দুর রহমান শান্ত (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ । রবিবার (১৫ জানুয়ারি) সকালে পোদ্দারপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক কৃত মুন্সি ওবাইদুর রহমান উপজেলার গপিনাথপুর

এলাকার মৃত মুন্সী আব্দুল মোতালেবের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকালে সঙ্ঘবদ্ধ ভাবে  সোহেল রানা (৪০) ও মুন্সি ওবাইদুর রহমান উপজেলার পোদ্দারপাড়া তুষার আলী খানের বড়িতে গিয়ে র্যাব পরিচয়ে পরিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ৫ লক্ষ টাকা দাবি করেন। পরবর্তীতে মোঃ তুষার আলী খান তাদের কাছে ১ দিনের সময় চায়। পরেন দিন প্রতারক চক্ররা আসলে তাদের

আচরন দেখে স্থানিয়রা তাদের আটক করার চেষ্টা করলে মোঃ সোহেল রানা নামের প্রতারক পালিয়ে যায়। পরে অন্য প্রতারকে লোহাগড়া থানা পুলিশ আটক করতে সক্ষম হয়। সোহেল রানা উপজেলার লাহুড়িয়া গ্রামের মাহামুদের ছেলে। এ বিষয়ে লোহাগড়া থানা ভার্প্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ নাসির উদ্দিন আটকের বিনম্র নিশ্চিত করে জানান, মুন্সি ওবায়দুর রহমান শান্ত নামে এক প্রতারককে আটক করা হয়েছে। অপর প্রতারককে আটকে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top