খানজাহান আলী থানা প্রতিনিধিঃ যোগিপোল ৯নং ওয়ার্ড বাতামতলা এলাকায় দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত মো. মুরাদ মোড়লের বাদামতলার বাসভবনে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দীর্ঘদিন তিনি ঢাকায় চিকিৎসাধিন থেকে ১৩ জানুয়ারী নিজ বাসায় ফিরলে গতকাল রবিবার আহত মুরাদের শারিরিক খোজখবর নিতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, যুব ও
ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, ৩৩নং ওয়ার্ড আ’লীগ নেতা বেগ খালিদ হাসানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার বাসায় যান। এ সময় মুরাদের স্বজনরা জানায় এলাকার চিহিৃত সন্ত্রাসীদের হামলায় মুরাদের ডান পায়ের হাটুর উপরের অংশ সম্পুর্ণ ভেঙ্গে গেছে ভাঙ্গা হাড়ে রড দেওয়া হয়েছে। এছাড়া তার বাম পায়ের হাটুর মালা ভেঙ্গে দিয়েছে এবং শরীরের বিভিন্ন
স্থানে এখন আঘাতের চিহৃ রয়েছে। দীর্ঘ বিশ দিন ঢাকাতে চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় নিয়ে আসা হয়েছে মুরাদকে। উল্লেখ্য যোগিপোলের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ মোড়ল আব্দুস সাত্তারের পুত্র মো. মুরাদ মোড়লকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় এলাকার চিহিৃত ৩/৪জন সন্ত্রাসী এলোপাতাড়ী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় আসামীদের নাম উল্লেখ করে ভুক্তভোগীর স্বজরা মামলা দায়ের করেছে।