জাকির হোসেন জুড়ী বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ জুড়ী উপজেলার রত্না চা বাগান শ্রমিকের মধ্যে মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রত্না চা বাগান প্রভাতী ক্রীড়া চক্র ফুটবল ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও রত্না যৌথ আর্থিক ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা পর্তুগাল প্রবাসী ক্রীড়াবিদ মাহবুব হাসান সাচ্চুর অর্থায়নে দুইশত শীতার্তকে শীতবস্ত্র প্রদান করা হয়।
রত্না চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে ও ক্রীড়াবিদ তছিরুল ইসলাম’র পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, রত্না চা বাগান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিন কুমার নাথ, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক
তাজুল ইসলাম, রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, স্থানীয় ইউপি সদস্য বাবুল রাজগড়, রত্না চা বাগান গুদাম বাবু নৃপেণ চাষা, পঞ্চায়েতের সাবেক সভাপতি বিকাশ রুদ্র পাল, সাবেক ইউপি সদস্য অমিত রুদ্র পাল, সমাজকর্মী সামাদ আজাদ, প্রভাতী ক্রীড়া চক্র ফুটবল ক্লাব-এর সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।