মানবতার সেবক প্রকৌশলী এম এম আবু সালেহ

 খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এম এম আবু সালেহ মানবতার সেবার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জানা গেছে, গত ২ জানুয়ারি অফিসে যাওয়ার পথে নড়াইলের মাদ্রাসার বাজার এলাকায় এক সড়ক দূর্ঘটনার গুরুতর আহত হয় ওই অফিসের চতুর্থ শ্রেনির কর্মচারী  বাবু মিয়া মন্ডল। প্রকৌশলী এস এম আবু সালেহ সংবাদ পেয়ে মো: বাবু মিয়া মন্ডলকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট

হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার পায়ের অপারেশন করানো হয়। বর্তমানে  বাবু মিয়া মন্ডল এর শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত  বাবু মিয়া মন্ডলের চিকিৎসার সকল অর্থ প্রকৌশলী এস এম আবু সালেহ বহন করেছেন। এ বিষয়ে বাবু মিয়া মন্ডল বলেন, প্রকৌশলী এম এম আবু সালেহ স্যার আমার জন্য যা করেছেন তা কখনো ভুলতে

পারবো না। ঘটনা শোনার পর থেকেই স্যার আমার চিকিৎসা সংক্রান্ত সকল টাকা দিয়েছেন। স্যার আমার পাশে থাকায় আমি সবচেয়ে ভালো চিকিৎসা পেয়েছি। আল্লাহ স্যারের ভালো করুক। স্যারের প্রতি আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। এ বিষয়ে নড়াইলে দূর্গাপুর এলাকার বাসিন্দা শিক্ষক মাহবুব লাবলু বলেন, এ কাজের মাধ্যমে

প্রকৌশলী এম এম আবু সালেহ মানবতার সেবার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রকৌশলী এম এম আবু সালেহ বলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আমি চেষ্টা করেছি যেন টাকার অভাবে তার চিকিৎসার ব্যাঘাত না ঘটে সেই ব্যবস্থা করেছি । এখন  বাবু মিয়া মন্ডল পরিপূর্ণভাবে সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top