জয়পুুরহাটে কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা বহনের সময় র‍্যাবের হাতে আটক-২

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ জয়পুুরহাটে কুরিয়ার সার্ভিস থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা বহনের সময় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ী’কে হাতেনাতে আটক র‍্যাব-৫ এর সদস্যরা। শনিবার(১৪ জানুয়ারি) দুপুরে আটককের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট কাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা’র নেতৃত্বে,শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার কাঁশিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাড় ১৪ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, ৩ টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৩শ’ টাকাসহ মাদক ব্যবসায়ী নুর নবী ওরফে লুৎফর রহমান (৩৭) ও সাদেকুল ইসলাম ওরফে বুদু (২৬) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা

হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের নবীর উদ্দিনের ছেলে নুর নবী ওরফে লুৎফর রহমান ও একই গ্রামের কুদ্দুস আলীর ছেলে সাদেকুল ইসলাম ওরফে বুদু। র‌্যাব আরও জানায়, আটককৃত দুইজন মাদক ব্যবসায়ীরা তারা দীর্ঘদিন ধরে মাদক গাঁজা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ব্যবসার সাথে জড়িত। শুক্রবারও তারা কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা পেয়ে জয়পুরহাট থেকে পাঁচবিবি এলাকায় নিয়ে যায়।

এসময় গোয়েন্দা তথ্যের ভিক্তিতে কাঁশিয়াবাড়ি এলাকায় র‌্যাব-৫ এর চৌকশ আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে শনিবার দুপুরে জয়পুুরহাট জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top