উচ্চপ্রু মারমা রাঙ্গামাটি::: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার লংগদুর মেইন স্টেশনের রাজস্থলী রাঙ্গামাটি মেইন সড়কে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গতরাত থেকে উল্টে রয়েছে ফলে যান বাহন চলাচল ব্যহত হচ্ছে। গত ১২ জানুয়ারী সন্ধ্যা ৭ টা হতে এখন পর্যন্ত পাথর বোঝাই ট্রাকটি মুল সড়কে পড়ে রয়েছে। এর ফলে বাইক
ছাড়া ছোট বড় কোন গাড়ি চলাচল করতে পারছে না! উল্লেখ যে নিয়ন্ত্রণ হারিয়ে মুল সড়কে পড়ে থাকা গাড়িটির (চট্ট মেট্রো-শ ১১৪৫২২) ড্রাইভার রবিউলের কাছে
বিস্তারিত জানতে চাইকে সে জানায় গতকাল সন্ধ্যা ৭ টার দিকে আমি পাথর বোঝাই ট্রাকটি চালিয়ে আসছিলাম। হঠাৎ ব্রেক ফেইল হলে আমি গাড়িটিকে পাহাড়ের সাথে লাগিয়ে দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে গাড়িটি সড়কে উল্টে যায়। তবে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি ।