বন্ধকৃত সোনালী জুট মিলের দুই বছরের চুক্তি আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যাচ্ছে মিলটি

খানজাহান আলী থানা প্রতিনিধিঃ নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বন্ধকৃত সোনালী জুট মিলের নতুন পরিচালনার দায়িত্ব নিয়েছে মেসার্স রাসেল এন্টার প্রাইজ । গত ৯ জানুয়ারী মিলটি পরিচালনার জন্য দুই বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়া হয় মেসার্স রাসেল এন্টার প্রাইজের শামিম রেজা রাসেলকে।  মিলের চেয়ারম্যানের সাথে চুক্তিবন্ধ হওয়ার পর গতকাল ১৩ জানুয়ারী শুক্রবার মিলের সাবেক সিবিএ, ননসিবিএ, এডহক কমিটির সদস্য, মিল ম্যানেজমেন্টের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার  মধ্যে দিয়ে মিলের উৎপাদন প্রকৃক্রিয়ার সুচনা করেন। আজ ১৪ জানুয়ারী  শনিবার থেকে বন্ধ এই মিলটি উৎপাদনে যাচ্ছে ।  সোনালী জুট মিলের ব্যবস্থাপক(প্রশাসন) মীম তালুকদার বলেন, সোনালী জুট  মিলের উৎপাদন ব্যবস্থা চালু রাখতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠাকে  মিলটি পরিচালনার দায়িত্ব দেওয়া

হয়েছে। সর্বশেষ গত ৯ জানুয়ারী সোনালী   জুট মিলের চেয়ারম্যান শামছুন্নাহার হোসেন দুই বছরের চুক্তিতে মেসার্স রাসেল এন্টার প্রাইজকে মিলটি পরিচালনার দায়িত্ব প্রদান করেন। তিনি জানান, এর আগে আমেনা টের্ড্রিং এর সাথে ৬ মাসের চুক্তি করা হয়। চুক্তির পর তিনি মিলটি পরিচালনায় ব্যার্থ হয়ে দৌলতপুরের জনৈক শরিফুল
ইসলাম শামিম কে দিয়ে মিলটি কয়েক মাস চালু রাখে। পরবর্তিতে তিনি মিলটি এক মাসের বিদ্যুৎ বিলের ১০লক্ষ টাকা, মিল ভাড়া বাবদ দুই মাসের ১২লক্ষ  টাকা শ্রমিকদের রানিং ১ সপ্তাহের মজুরীর ৪লক্ষ টাকা বকেয়া রেখে মিলটি বন্ধ  করে দেন। এ সময় তারা মিলে আনুমানিক দেড় থেকে দুই লক্ষ টাকার মালামাল রেখে  যায়। বন্ধকৃত মিলটি পুনরায় উৎপাদন ব্যবস্থা চালু রাখতে সোনালী জুট মিলের  চেয়ারম্যান শাসছুন্নাহার হোসেন মেসার্স রাসেল এন্টার প্রাইজের  স্বতাধিকারী শামিম রেজা

রাসেলের সাথে দুই বছরের চুক্তি করে।  মিলটির নতুন পরিচালনার দায়িত্ব পাওয়া শামিম রেজা রাসেল বলেন, পুর্বেও আমি মিলটির পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম। আমি মিলটির অনেক বিষয়ে  অবগত আছি সকলের সহযোগিতা পেলে আমি মিলটি চালু রেখে এই অঞ্চলের  শ্রমিকদের পাশে থেকে তাদের অর্থনৈতিক ভাবে সহযোগিতা করতে চাই।  তিনি মিলটির উৎপাদন ব্যবস্থা চালু রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে গতকাল মিল পরিচালনার দায়িত্ব পাওয়া মেসার্স রাসেল এন্টার প্রাইজের  মালিক শামিম রেজা রাসেল মিলের অভ্যন্তরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের  মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে নতুন করে দায়িত্ব গ্রহণ করে। মিল

ম্যানেজমেন্ট, মিলের সাবেক সিবিএ নেতা, মিলের এডহক কমিটির  নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামজিক ব্যক্তিবর্গসহ বিশিষ্ট  ব্যক্তিবর্গকে সাথে নিয়ে আনুষ্ঠানিক ভাবে মিলের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন রাসের এন্টার প্রাইজ এর স্বতার্ধিকারী শামিম রেজা রাসেলের  পিতা  আব্দুল আজিজ সরদার ও ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার  মুহতামিম মাও. সিরাজুল ইসলাম। এ সময় মিলের ব্যবস্থাপক(প্রশাসন) মীম  তালুকদার, হিসাব রক্ষক মিজানুর রহমান, মেনেজমেন্টের  মোকবুল

হোসেন,  নওয়াব হোসেন, বেসরকারি পাট,সুতা বন্ত্রকল ফেডারেশনের সভাপতি শেখ  আমজাদ হোসেন, মিলের এডহক কমিটির আহবায়ক বিল্লাল মোড়ল, লুৎফর
রহমান. আবুল কাশেম, ্ধসঢ়;আফজাল হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগ  নেতা মনির শিকদার, মিলের সাবেক সভাপতি .কবির হোসেন, সবেক নেতা
সেকেন্দার আলী, লিয়াকত আলী মুন্সি, ইবাদুল হক, আওয়ামী লীগ নেতা আল  আমিন, শ্রমিক নেতা আ. আওয়াল, আব্দুল বারেকসহ মিলের কর্মকর্তা , কর্মচারী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top