দৈনিক প্রবাহের আটরা গিলাতলা প্রতিনিধি ও ডেল্টা টাইমসের সাংবাদিক পৃথক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

খানজাহান আলী থানা প্রতিনিধি: দৈনিক প্রবাহের আটরা গিলাতলা প্রতিনিধি ও দৈনিক সংগ্রামের শিল্পাঞ্চল সংবাদদাতা খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ তারেক এবং জাতীয় দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান খানজাহান আলী   সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ আলমগীর হোসেন সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে। গত ১২ জানুয়ারী রাতে তারা পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতলে ভর্তি রয়েছে। গুরুতর

আহত দৈনিক প্রবাহের সাংবাদিক সাইফুল্লাহ তারেকের স্বজনরা জানিয়েছে বৃহস্পতিবার রাত ৯টার পর পেশাগত দায়িত্ব পালনে তিনি ফুলবাড়ীগেট থেকে তার নিজস্ব অফিসে গিলাতলা গফফার ফুড মোড়ে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের  সামনে আসলে অসাবধাণতাবসত গাড়ী ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়  তাকে উদ্ধার করে স্থানীয় দি গ্রেট হসপিটালে ভর্তি করে। তিনি মাথায়

এবং  শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। বর্তমানে তার অবন্থা  আশংকারমুক্ত বলে জানিয়েছে কর্তব্যরত ডাক্তার এস এম কামাল হোসেন।   সাংবাদিক সাইফুল্লাহ তারেকের আহতের খবর শুনে হাসপাতালে ছুটে যান  খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. কামাল হোসেন খান, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য কাজী মিজানুর রহমান. মহানগর বিএনপির সদস্য ও আটরা গিলাতলা ইউনিয়ন

বিএনপির আহবায়ক শেখ আব্দুস সালাম, ইউনিয়ন  বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, খানজাহান  আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক প্রবাহের ফুলবাড়ীগেট  প্রতিনিধি শেখ বদর উদ্দিন. সাধারণ সম্পাদক হাফেজ সরকার. খানজাহান আলী  সাংবাদিক ফোরামে সভাপতি মিয়া বদরুল আলম, সাধারণ সম্পাদক শংকর কুমার  বিষ্ণু বিভিন্ন রাজনৈতিক. সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, খানজাহান আলী  থানা এলাকায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার

মানুষ। অপরদিকে  পৃথক সড়ক দূর্ঘটনায় আহত শেখ আলমীরের স্বজনরা জানিয়েছেন বৃহস্পতিবার  খুলনা থেকে যশোরের নিজ বাড়ীতে মোটরসইকেল যোগে যাওয়ার পথে চুকনগর-  কেশবপুর সড়কে একটি কুকুর তার মোটরসাইকেলের সামনে এসে পড়লে তিনি  দূর্ঘটনায় স্বিকার হয়। সাংবাদিক শেখ আলমগীরকে স্থানায়রা উদ্ধার করে  পার্শবর্তি হাসপাতালে ভর্তি করে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।  সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মো. সাইফুল্লাহ তারেক ও শেখ  আলমগীর হোসেনের দ্রুত

সুস্থাতা কামনায় বিবৃতি দিয়েছেন খানজাহান  আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন. সাধারণ সম্পাদক হাফেজ সরকার. খানজাহান আলী সাংবাদিক ফোরামে সভাপতি মিয়া বদরুল  আলম, সাধারণ সম্পাদক শংকর কুমার বিষ্ণু, খানজাহান আলী থানা প্রেস  ক্লাবের সভাপতি মোশারফ হোসেন হাওলাদার, সাধাণ সম্পাদক শেখ আসলামহোসেনসহ খানজাহান আলী থানা এলাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top