কামরুজ্জামান শিমুল বাগেরহাট :: বাগেরহাট জেলা সদরের বাগমারা নিবাসী মোহাম্মদ মোজাম্মেল হোসেনের পুত্র দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শেখ অহিদুল ইসলাম সুজনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ৩ ঘটিকায় মগরা বাজার এলাকায় কাড়াপাড়া ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন লিটনের উপস্থিতিতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মগরা, বারাকপুর, রাজাপুর, বাগমারা ও তার পার্শ্ববর্তী এলাকার ২ শতাধিক
অসহায় পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মোল্লা আকরাম হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, শেখ কাউসার আলী, ডাক্তার নুর আলী, সাহিদুল ইসলাম শোভন, হাওলাদার মাহমুদ আলী, মোঃ সাহেব আলী, গোলাম মোস্তফা (মোস্ত) সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বর্তমানে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শীত বস্ত্র হাতে পেয়ে দারুণ খুশি পরিবারগুলো। বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে খাবার ও অর্থ দিয়েও দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী সুজন। প্রবাস জীবনে নিজের উপার্জিত পরিশ্রমের অর্থে এলাকায় সামাজিক ও মানবিক কাজের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।