আলী আজীম, মোংলা (বাগেরহাট): শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে পুরাতন মোংলা, মোংলা ও খুলনাস্থ পোর্ট এলাকার শীতার্ত,দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় বন্দর সদর দপ্তরের সামনে শীতার্থদের মাঝে এ কার্যক্রম উদ্বোধন
করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাকরুজ্জামান (উপ-সচীব), কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার,সদস্য ( হারবার এন্ড মেরিন), শাহীনুর আলম,পরিচালক (প্রশাসন), কালাচাঁদ সিংহ (সচিব) ও অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগন । কম্বল বিতরণ
শেষে বন্দর চেয়ারম্যান সকলের উদ্দেশ্যে বলেন আপনাদের গরীব প্রতিবেশী যারা শীতে কস্ট পাচ্ছে শীতবস্র/কম্বল কেনার সামর্থ নেই তাদের সাহায্য করুন, আর্তমানবতার সেবায় সবাই এগিয়ে আসুন।