সাইফুল আলম দুলাল কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় তরী ক্ষুদ্র ব্যবসায়ী সমাবায় সমিতি লিমিটেড, রেজিনং ৫০। এর উদ্যোগে ৯ জানুয়ারি সোমবার বেলা ২ ঘটিকার সময় কেন্দুয়া পৌর সদরের বাসষ্ট্যান্ড সমিতির কার্যালয়ে ১০০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সমিতির সভাপতি আবুল হাসেম ভুঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাভলী আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান তালুকদার,দৈনিক যায়যায়দিন পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি ও
কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সমিতির সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সমিতির সভাপতি আবুল হাসেম ভুঞা বলেন, অসহায় ছিন্নমুল মানুষের মাঝে প্রতিবছরই কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত রাখব।