রাতের আধারে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও আলী আজীম,

 মোংলা (বাগেরহাট): পৌষ মাসে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য গায়ে গরম কাপড় জড়িয়ে আরামে ঘুমায় মানুষ। শীতের সাথে লড়াই করে কষ্টে জীবন যাপন করছেন অনেকে। এমন কিছু মানুষ আছে গরম কাপড়ের অভাবে কোনো রকম রাত কাটায়। এত কষ্টের পরেও পরিবারের দুবেলা খাবারের যোগানে বের হয়ে যান কাজের সন্ধানে। আর এসব অসহায় দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য কম্বল নিয়ে রাতে হাজির হচ্ছেন মোংংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। এই রাতে

শীতের একখানা কম্বল পেয়ে অনেক অসহায় দরিদ্র মানুষগুলোর মুখে হাঁসির ঝলক দেখা যায়। আবার কেউ কম্বল পেয়ে আবেগে কেঁদে ফেলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ শুক্রবার (৬ ডিসেম্বর) গভীর রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল নিয়ে হাজির

হন তিনি। ইউএনওর এমন মানবিকতায় মুগ্ধ উপস্থিত লোকজন। এ বিষয়ে ইউএনও দীপংকর দাশ বলেন, শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব বিতরণ করা হয়েছে। নিতান্তই শীতে কষ্ট করছে এমন লোকজনের খবর নিয়ে তাদেরকে কম্বল দিচ্ছি। যারা সত্যিকারের এসবের প্রাপ্য তাদের কাছে সঠিকভাবে পৌছানোর জন্যই নিজ হাতে বিতরণ করছি। আরও খোঁজখবর নিচ্ছি যাদের সামর্থ্য সীমিত, এই শীতে কষ্ট করছেন তাদের সবাইকে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top