শীতের রাতে রামপালের এতিম পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন ইউএনও

 রবিউল ইসলাম রাকিব বাগেরহাট ::: বৃহস্পতিবার রাত ১১টায় বাগেরহাটের রামপাল সদরে কনকনে শীতের রাতে হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাজিবুল আলম মানবতার দৃষ্টান্ত রেখে গেলেন। যা সাংবাদিকদের দৃষ্টি এড়াতে পারেননি অসহায় শীতার্ত পথচারী, নিম্ন আয়ের মানুষের এতিম পথ শিশুদের মাঝে তিনি শীতবস্ত্র বিতরণ করছেন । কেন তিনি এত রাতে শীতবস্ত্র নিয়ে রাস্তায় জানতে চাইলে তিনি জানান, কয়েকদিন যাবত তীব্র শীতে নাকাল পুরো দেশ, এমনকি রামপালেও তাপমাত্রা নেমে
গেছে, তাই নিম্নআয়ের মানুষের যাতে এই শীতে কষ্ট না হয় তাই তিনি এই উদ্যোগ নিয়েছেন । তিনি আরও জানা তার এই উদ্যোগ চলমান থাকবে। পরবর্তীতে তিনি রামপাল শ্রীফলতলা আশ্রয়ন প্রকল্পের শীতার্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় স্থানীয় সাধারণ মানুষের সাথে সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষ ইউএনও মোঃ নাজিবুল আলমের মানবিকতাকে ধন্যবাদ জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top