শার্শার জামতলাই বিদ্যুৎস্পৃষ্টে নির্মান শ্রমিকের মৃত্যু

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার জামতলাই বিদ্যুৎস্পৃষ্টে নয়ন (২৫)নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। ৪ই জানুয়ারি বুধবার সকালে নয়নের নিজ কর্মস্থল উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামের সহিদুল (ভাঙ্গাড়ী ব্যাবসায়ী)এর বাড়ির দ্বিতল ভবনের কাজের সময় ঘটনাটি ঘটে। জানাযায় ঐ সময় নয়ন সহ আরও পাঁচ সাত জন শ্রমিক সহিদুলের বাড়ির দ্বিতল ভবনের সাদের জন্য রড সেটিং করছিলো,এমন সময় নয়ন একটি রড নিজে পাতানোর চেষ্টা কালে ঘুরানোর সময়

বুঝে উঠা আগেই বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের ৩টি তারের একটিতে ১১ হাজার ভোল্টের তার স্পর্শ করার সাথে সাথেই নয়ন বিদ্যুয়িত হয়ে পড়ে যায়।তখন নয়নের সহকর্মিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে মারা যান। নিহত নয়ন শার্শার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ৮নং টেংরা পশ্চিম পাড়ার

আব্দুল গফুরের ছোট ছেলে। এ বিষয়ে জানতে চাইলে ৮নং টেংরা ওয়াডের মেম্বার মোজাম গাজী বলেন বিষয়টি খুবই দুঃখজনক !  নয়ন অনেক ভালো ছেলে ছিলো।তার বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছিলো,এখন নয়নকে হারিয়ে পাগল প্রায় নয়নের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top